৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

দু’দিন ধরে সূর্যের দেখা নেই তীব্র শীতে কাবু ঝালকাঠির মানুষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৪ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০১৯

বার্তা প্রতিবেদক, ঝালকাঠি:: তীব্র শীত জেঁকে বসেছে দক্ষিণের জনপদ ঝালকাঠিতে। দু’দিন ধরে সূর্যের দেখা নেই এ জনপদে। মেঘলা আর ঠান্ডা বাতাসে হু হু করে শীত বেড়েই চলছে। হাড় কাঁপানো শীতে কাবু গরিব-ধনী সবাই।

শুক্রবার দিনব্যাপী ছিল থেমে থেমে বৃষ্টি। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর হয় ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস নিয়ে। দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। ফলে হাড় কাঁপানো শীতের তীব্রতা বেড়েছে জেলাজুড়ে। ক’দিনের মধ্যে আজ শনিবার সবচেয়ে বেশি শীত অনুভব হচ্ছে।

দরিদ্র ও খেটে খাওয়া মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। জেলা শহরের চরাঞ্চলের দরিদ্র পরিবারের শিশু-বৃদ্ধদের আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। একেবারেই কমে গেছে পথেঘাটে মানুষের যাতায়াত। শীতে ঘর থেকে বের হওয়াই কষ্ট কর হয়ে পড়েছে।

29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন