১ ঘণ্টা আগের আপডেট বিকাল ৩:২২ ; সোমবার ; মার্চ ২০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

দুপুর হলেই স্কুল বন্ধ: তালাবদ্ধ রুমে চলছে ফ্যান, পড়ে আছে জাতীয় পতাকা

Mahadi Hasan
২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

দুপুর হলেই স্কুল বন্ধ: তালাবদ্ধ রুমে চলছে ফ্যান, পড়ে আছে জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বেলা২টা ১০ মিনিট। স্কুলের একমাত্র ভবন তালাবদ্ধ। আশপাশে কেউ নেই। কিন্তু তালাবদ্ধ ভবনের রুমগুলোতে চলছে ফ্যান। ভবনের কেচিগেটের পাশে বারান্দার মেঝেতে পড়ে আছে জাতীয় পতাকা। ভবনের পাশেই ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারটিও ভেঙে পড়ে আছে। রুমের জানালাতে ঝুলছে পাট।

গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের চর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বিদ্যালয়ে সাংবাদিকদের উপস্থিতি দেখে এগিয়ে আসেন এলাকাবাসী ও স্থানীয় কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, সকাল ১০টা-১১টার দিকে স্কুলে আসেন শিক্ষকরা। ১-২ ঘণ্টার মধ্যে দুই-তিনটা ক্লাস নিয়েই স্কুল ছুটি দিয়ে দেন।

ঠিকমতো স্কুলটা বন্ধও করেন না। ফ্যান-লাইট রাতদিন ২৪ ঘণ্টা চলে। মাঝে মাঝে পতাকাতো মাঠের মধ্যে পড়ে থাকে। এসব দেখার কেউ নেই। কেউ এখানে আসেন না। তারা প্রতিবাদ করলে শিক্ষকরা বলেন- ‘আপনারা বেশি বেশি করে অভিযোগ করেন, যাতে এখান থেকে আমাদের বদলি করে দেয়।’

শিক্ষার্থীরা বলে, আমরা স্যারদের বলার পরও তারা ঠিকমতো পড়ালেখা করান না। আমরা বিদ্যালয়ে এসে এক-দুইটা ক্লাস করে একটু খেলাধুলা করেই চলে যাই।

মাঝেমধ্যে আবার কোনো শিক্ষকই আসেন না, আমরা স্কুলে এসে বাড়িতে ফিরে যাই। মাঝেমধ্যে স্কুলের চাবি আমাদের কাছে দিয়ে বলে- ‘তোরাই স্কুল খুলবি, আর বন্ধ করবি।’ স্কুলে টয়লেট থাকলেও আমাদের ব্যবহার করতে দেওয়া হয় না। শুধু স্যাররা ব্যবহার করেন।

খবর পেয়ে বিদ্যালয়ে ফিরে আসেন স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম সোহেল এবং তার বোন সহকারী শিক্ষক তাসলিমা শিকদার। তড়িঘড়ি করে বারান্দা থেকে তুলে বাঁশের লাঠিতে ঝুলিয়ে দিলেন জাতীয় পতাকা।

বিদ্যালয়ের এমন পরিস্থিতির কথা শুনে কিছুক্ষণ পরেই এসে হাজির হন বেড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তার উপস্থিতিতেই স্কুলের এমন করুণ অবস্থার কথা স্বীকার করতে বাধ্য হোন প্রধান শিক্ষক।

তিনি বলেন, স্কুলের পিওন নিয়মিত আসেন না। তাই জাতীয় পতাকা নিয়ে এমনটা হয়েছে। আর স্কুল নিয়মিতই চলে। আমাদের বাসা একটু দূরে এবং একটু অসুস্থ তাই আজকে আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আমাদের এখানে শিক্ষকতা করতে অসুবিধা হয়, উপজেলা শিক্ষা অফিসে অনেকবার বলেছি যে, আমাদের বদলি করে দেন, কিন্তু তারা দেন না।

স্কুলের দোতলা ও তিনতলায় রুম রয়েছে ছয়টি। একটি শিক্ষকরা ব্যবহার করেন, বাকিগুলো শিক্ষার্থীরা। এসব রুমে বসার মতো পর্যাপ্ত ব্রেঞ্চ-চেয়ার কিছুই নেই। বিদ্যালয়ের উন্নয়ন ও স্লিপের টাকার বিষয়ে কোনো সদোত্তর দিতে পারেননি স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম সোহেল।

এ সময় উপস্থিত সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নিয়মের বাহিরে নিজের ইচ্ছায় বদলি চাওয়ার সুযোগ নেই। আর পরিস্থিতি যেহেতু নিজের চোখে দেখলাম। আমি সেই ভাবেই রিপোর্ট করব এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙা ও জরাজীর্ণ শহিদ মিনার পুনর্নির্মাণের জন্য খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেও বিদ্যালয় পরিদর্শন না করার অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ও আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি জানলাম এবং সত্যতা পেয়েছি। জাতীয় পতাকা অবমাননাসহ বিদ্যালয়ের এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে কাজ শুরু করেছি। তাদের প্রথমে শোকজ করা হবে, তাতে সন্তোষজনক বক্তব্য পাওয়া না গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় খবর

আপনার মতামত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ধর্ষণকারী হিসেবে অস্ট্রেলিয়া পুলিশের নথিতে শাকিব খানের নাম  বরিশালে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন  বজ্রপাতে ৫ গরুর মৃত্যু  নিরাপত্তার অভাবে বরগুনায় কমেছে পর্যটক, বাড়ছে অপরাধ  বরগুনায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ৩ শতাধিক স্কুল  র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে কুকুর  ক্লাবে বিএনপির গোপন বৈঠক, ডিবি হেফাজতে ৫৪ নেতাকর্মী  বিয়ের নামে ছাত্রীদের সঙ্গে প্রতারণা স্কুল শিক্ষকের  ভয়ঙ্কর সড়ক, একদিনে ৩০ জনের মৃত্যু  ইমাদ পরিবহনের মালিককে আসামি করে মামলা