দুমকিতে ধর্মান্তরিত মুসলিম পরিবারের মুখে হাঁসি ফোটালো সাংবাদিকরা
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সনাতন ধর্ম হতে সাত বছর আগে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণকারী এক অসহায়-দুঃস্থ পরিবারকে তিন মাসের বাজার-খাদ্য সামগ্রী (ত্রাণ) সহায়তা দিয়েছে দুমকি প্রেসক্লাব।
বুধবার দুপুর ১২টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ফজলে ফকিরের বাড়িতে আয়োজিত এক সংক্ষিপ্ত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে নওমুসলিম রাবেয়া বসরীর (২৫) হাতে এসব বাজার-খাদ্য সামগ্রী (ত্রাণ) সহায়তা তুলে দেন দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান
চুন্নু।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মীর জাকির হোসেন, সদস্য জিয়াউর রহমান হীরা, মোঃ মশিউর রহমান মনির, স্থানীয় ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন, শাহজাহান ফকিরসহ স্থানীয় গন্যমান্য প্রমুখ বক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাজার-খাদ্য সামগ্রী (ত্রাণ) রয়েছে, চাল ৮৫ কেজি, আলু ১১ কেজি, তেল ৪ লিটার, পিয়াজ ৫ কেজি, রসুন ২ কেজি, হলুদ-মরিচ ১ কেজি, ডাল ২ কেজি, সাবান ৮ টি, লবন ২ কেজি, ডিম ৩০ টি।
এছাড়াও অসহায়-দুঃস্থ নওমুসলিম নারী রাবেয়া বসরী ৩ কন্যা সন্তানের জন্য ৩ সেট জামা এবং তাদের পরিবারের জন্য ২টি কম্বল দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের অসহায়-দুঃস্থ নওমুসলিম নারী রাবেয়া বসরী তার ৩ কন্যা সন্তানকে নিয়ে ব্যাপক অভাব-অনটনের ফলে অধাহারে-অনাহারে দিনাতিপাত করছিলেন।
রাবেয়া’র স্বামী আলামিন দ্বিতীয় বিয়ে করে ঢাকা অবস্থান করে গা ঢাকা দিয়েছে এবং অনেকদিন ধরে তাদের কোন খোঁজখবর নিচ্ছেনা। বিষয়টি এলাকার কিছু লোকজনের মাধ্যমে জানতে পেরে দুমকি প্রেসক্লাবের সাংবাদিকরা এই উদ্যোগ নিয়েছেন। দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার বলেন, সাংবাদিকরা দেশের ও দেশের মানুষের হয়ে কাজ করে। দেশপ্রেম, সততা, পরোপকারীতা না থাকলে প্রকৃত সাংবাদিকতা করা যায়না।
যেখানে আজকাল সাংবাদিকদের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে থাকার ঘটনা শোনা যায় সেখানে আমরা সকলের ভ্রান্ত ধারনা পাল্টে দিতেই এমন উদ্যোগে সামিল হয়েছি। তাছাড়া আমরা সকল ভালো, সত্য ও সুন্দরের সঙ্গে বরাবরের মতো ভবিষ্যতেও এ জনপদে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াবো।
পটুয়াখালি, বিভাগের খবর