দুমকীতে ধর্ষণ মামলায় জড়ানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকীতে এক ইউপি সদস্যের পরিকল্পনায় মো. রাসেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে ধর্ষণ মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টায় দুমকী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাসেল হাওলাদারের স্ত্রী নাজিয়া আক্তার।
নাজিয়া আক্তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, গত ইউপি নির্বাচনে নাসির মেম্বারের পক্ষে তাঁর স্বামী সমর্থন না করায় ক্ষিপ্ত হন। এর প্রতিশোধ নিতে প্রতিবেশী এক নারীকে দিয়ে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। মামলায় উল্লিখিত সময়ে তাঁর স্বামী কাসেম আকনের বাড়িতে সালিশে উপস্থিত ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তবে মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির হাওলাদার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুপুর ১টার দিকে এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় পরের দিন দুমকী থানায় মো. মোক্তার মৃধাকে ধর্ষণ এবং মো. রাসেল হাওলাদারকে ধর্ষণে সহযোগিতা করায় ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা করেন।
পটুয়াখালি, বিভাগের খবর