বার্তা প্রতিবেদক, ভোলা:: তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর বুক জেগে ওঠা দুর্গম চর এলাকায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুনবী চৌধুরী শাওন। মঙ্গলবার দুপুরে চর মোজাম্মল মুক্তিযোদ্ধা বাজারে কম্বল বিতরণ করেন তিনি।
পরে মোজাম্মলবাসীর জন্য প্রস্তাবিত পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ও ১০ এমভিএ সাব স্টেশন পরিদর্শন করেন তিনি।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দুর্গম এলাকার মানুষরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় চরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, অতীতে কেউ শীতার্তদের পাশে আসেনি। যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এসব মানুষের খোঁজ নেননি। মানুষ শীতে কষ্ট পেয়েছে। আমরা ঝড়, বৃষ্টি, বন্যা, শৈত্যপ্রবাহ উপেক্ষা করে দলের ক্ষুদ্র কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ২০২০ সালের মধ্যে চর মোজাম্মলের প্রতিটি ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
এ সময় তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার এসএম শাহিন আহসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগের খবর, ভোলা