বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা ও পুলিশ প্রশাসন। রবিবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহানগরীতে ৩৫ টি এবং জেলার ১০ উপজেলায় ৫৩৭ টি পূজা মন্ডপে সুষ্ঠু-সুন্দর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে নানা বিষয়ের উপর আলোকপাত হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা প্রতিটি পূজা মন্ডপে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস দেন।
সভায় জানানো হয়, প্রতিটি পূজা মন্ডপে পুলিশ এবং আনসার মোতায়েনের পাশাপাশি র্যাব টহল দেবে। গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক পূজা মন্ডপগুলো নজরদারি করবে। সর্বোপরি উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেয়া হয়। এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ, জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারন সম্পাদক মানিক মুখার্জী, সিনিয়র সাংবাদিক গোপাল সরকারসহ অন্যান্যরা।
আগামী ৭ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গোৎসব শুরু হবে। ১১ অক্টোবর প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গা পূজার সমাপ্তি ঘটবে।