বার্তা পরিবেশক, অনলাইন::: জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে। সকল স্তরে সুশাসন ও বিএনপি-জামায়াতদের বিতাড়িত করে রাজনীতির মাঠে শান্তি ফিরাতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত যতদিন আত্মসমর্পণে বাধ্য না হবে, ততদিন রাজনীতির মাঠে অশান্তির আশঙ্কা চলতেই থাকবে।
শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের (জাসদ) সম্মেলন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, জেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন প্রমুখ।
শেষে আশিকুর রহমান লিমনকে ভেড়ামারা উপজেলা ছত্রলীগের সভাপতি ও তুষার হোসেন সাধারণ সম্পাদক এবং মিলন হোসেনকে ভেড়ামারা কলেজ ছত্রলীগের সভাপতি ও সাফিন আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
রাজনীতির খবর