বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ০৫ নভেম্বর ২০১৬
বরিশালঃ দূর্যোগপূর্ন আবহাওয়া উপেক্ষা করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ৪টি লঞ্চ ছেড়ে গেছে।
আজ শনিবার রাত ৯টার মধ্যেই ঘাটে থাকা ৫টি লঞ্চের মধ্যে ৪টি লঞ্চই গন্তব্য স্থল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিকের তুলনায় কম।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরিশাল নৌ বন্দরে দীপরাজ, সুরভী ৯, সুন্দরবন ১২, পারাবত ৯, কালাম খান ১ অর্থাৎ মোট ৫টি লঞ্চ নোঙ্গর করা ছিল। তবে দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে দীপরাজ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ঘাট ত্যাগ করেনি। এছাড়া বাকি ৪টি লঞ্চই ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, বড় লঞ্চ চলাচলে কোন নিষেধাজ্ঞা নেই। শুধু ১তলা লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, তাও রবিবার সকাল ১০টা পর্যন্ত।
এরপরে আবহাওয়া বুঝে নির্দেশনা দেওয়া হবে।
তবে সূত্র মতে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসেনি দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে।