দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মৎস্যজীবিরা: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মৎস্যজীবিরা। তাদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকারের আমলেই চালসহ নানা প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছেন মৎস্যজীবিরা।
সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সচেতনতা সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সচেতনতা সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভির আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, আসাদ উল্যাহ মেলকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।’
বিভাগের খবর, ভোলা