Sumon Hossain
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ১১ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের আট বিভাগই অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মোঃ বজলুর রশিদ জানান, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে। আগামী ১৩ বা ১৪ অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে এ সময় বৃষ্টি আরও কমে যেতে পারে। এতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।