ঘণ্টা আগের আপডেট রাত ১:৫৫ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

দেশের বারোটা বেজে গেছে: চরমোনাই পীর

বরিশালটাইমস, ডেস্ক
৭:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

দেশের বারোটা বেজে গেছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছি। শেখ হাসিনা বলেছেন নির্বাচনে আসেন, সুষ্ঠু নির্বাচন করব। কিন্তু দিনের ভোট রাতের বাক্সে ভরে অবৈধ নির্বাচন করা হয়েছে।

একজন প্রধানমন্ত্রী এমন মিথ্যাচার করেছেন। ২০২৪ সালের নির্বাচনও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে। আমরা আর বোকা হবো না। যারা ক্ষমতায় রয়েছে, তাদের হস্তক্ষেপ ভেঙে চুরমার করে দেব।

সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়া এলাকার প্রধান সড়কে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহাম্মদ, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. নেসারউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কেএম বিল্লাল হোসেন প্রমুখ।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, এমন একটা নির্বাচন হতে হবে, যে নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। আমেরিকাও তাই বলছে। অথচ আওয়ামী লীগ নেতারা বলছেন বিদেশীরা কেন হস্তক্ষেপ করছে।
তিনি আরও বলেন, আজকে দেশের বারোটা বেঁজে গেছে। আমেরিকায় যদি গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায়। আর আমাদের যারা আমেরিকায় আছে, তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে পড়বে।

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বিস্ফোরক মামলায় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু  আদালতে বিচারককে জুতা নিক্ষেপ করলেন নারী  ঋণ নিয়ে টমটম কিনছিলাম সেটিও নিলো চোরে  বাবুগঞ্জে আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিনে কোরআনখানি ও দোয়া-মোনাজাত  ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে লাগবে অনুমতি  বরিশাল মহানগর বিএনপির দায়িত্ব পেলেন জিয়া সিকদার  বরগুনায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে কলেজছাত্রী  বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি: ১১ ব্যবসায়ীকে জরিমানা  পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার  পিরোজপুরের হাজারো সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ মানুষদের নিয়ে সাংস্কৃতি প্রতিযোগিতা