বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৩৫ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০১৬
বরিশাল: আলোচনা সভা ও কেক কেটে ১৩ বছর পদার্পণের শুভসূচনা করা হয়েছে দৈনিক বরিশাল বার্তা পত্রিকার। গতকাল সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক বরিশাল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।’
দৈনিক বরিশাল বার্তা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
বিশেষ অতিথি ছিলেন- সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন দৈনিক বরিশাল বার্তা পত্রিকার প্রধান সম্পাদক এম. মিরাজ হোসাইন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সম্পাদক মো. সোলায়মান হোসেন নিক্সন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল, দৈনিক বরিশাল বাতা পত্রিকার বার্তা সম্পাদক রিয়াজ পাটওয়ারী, যুগ্ম বার্তা সম্পাদক এম আর মন্টু, ব্যবস্থাপক আমিনুল ইসলাম, চিফ ফটো তাহের হোসেন শুভ, ফটো সাংবাদিক কাজী সাইফুল ইসলাম, রিপোর্টার সাব্বির হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বরিশাল বার্তা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন চিত্র গণমানুষের কাছে তুলে ধরে এ পত্রিকাটি কাঙ্খিত লক্ষে পৌঁছে যাবে। তিনি পত্রিকার উত্তোরত্তোর সাফল্য কামনা করেন।’
এই দিকে সন্ধ্যা সাড়ে ৭টায় দৈনিক বরিশাল বার্তা’র প্রকাশক’র বাস ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব, বরিশাল মহানগর সভাপতি ও সাবেক হুইপ এ্যাড: মজিবর রহমান সরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।’
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।’