৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

দোকান বন্ধ রেখে গির্জা মহল্লার ব্যবসায়িদের মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৫ অপরাহ্ণ, ২৬ অক্টোবর ২০১৭

চাঁদার দাবিতে বরিশাল শহরের গির্জা মহল্লা এলাকার মোবাইল দোকানীকে মারধর করার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়িরা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গির্জা মহল্লা সড়কে এই মানববন্ধন পালিত হয়।

এতে ব্যবসায়ি সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তাব্য রাখেন- ওই এলাকার ব্যবসায়ি দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন এবং বিশিষ্ট ব্যবসায়ি প্রথম সকাল পত্রিকার মন্ডলীর সভাপতি মো. হালিম ভূঁইয়া প্রমুখ।’’

ব্যবসায়িরা বলেন- মোবাইল দোকানে হামলাকারী ও মালিক সোহেলকে মারধরে সকল অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নতুবা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’’

এর আগে গত মঙ্গলবার (২৪ অক্টোবর) নগরীর বিবির পুকুর পাড়ের মোবাইল ওয়ে প্রতিষ্ঠানে ১০ থেকে ১৫ জন যুবক হামলা চালায়। ওই সময় মালিক সোহেলকে মারধর করে। তাকে ছাড়াতে গিয়ে দোকান স্টাফ জুয়েলও মারধরের শিকার হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে গেলে তাদেরও লাঞ্ছিত করে ওই যুবকরা।

এ ঘটনার পর জয় দেবনাথ নামে এক যুবককে আটক করে পুলিশ।

কোতয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানিয়েছেন- পাশাপাশি হামলার ঘটনায় নজরুল ইসলাম বিপ্লব নামে এক ব্যক্তি সাত জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন