নিজস্ব প্রতিবেদক, দৌলতখান:: ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে কাউন্সিলর পদপ্রার্থীদের। প্রতীক বরাদ্দেরপর গত রোববার সন্ধ্যায় গণসংযোগ করেছেন পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আবদুল হাকিম। শৈত্যপ্রবাহ অপেক্ষা করে ওয়ার্ডের উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয় প্রার্থনা করেন তিনি।
আবদুল হাকিমের প্রতীক হলো ব্লাকবোর্ড। আবদুল হাকিম সাংবাদিকদের জানান, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের দীর্ঘদিন ধরে স্নেভাজন হিসেবে কাজ করে আসছি। পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জয়ী হলে সবসময় জনগণের সেবা করে যাবো।
এলাকার উন্নয়ন,জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা করে দিবো। ১ নং ওয়ার্ড মাদকমুক্ত করে মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তিত করবো। নির্বাচিত হলে জনসেবা জনগণের দোরগেড়ায় পৌঁছে দিবো ইনশাআল্লাহ।’
বিভাগের খবর, ভোলা