১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ নিহত ৪

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ১৪ মে ২০১৭

ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে, মা, ভাতিজিসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) বিকেলে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির পুকুরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুফিয়া বেগম (৬০), তার ছেলে রহমত উল্যাহ (১৩), ভাতিজি সুইটি (১৪) এবং ফয়েজ (১৫)।

নিহতদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে এবং একজনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ভোলা সদর হাসপাতালে কান্না জর্জড়িত কণ্ঠে নিহত ফয়েজের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী খোকন বরিশালটাইমসকে জানান- রোববার বিকেলে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির পুকুরে গোসল করতে নামে রহমত উল্যাহ (১৩), সুইটি (১৪) এবং ফয়েজ (১৫)।

এ সময় ওই পুকুরে বিদ্যুতের ছেড়া তাড়ে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে রহমত উল্যাহ, সুইটি ও ফয়েজ গুরুতর আহত হয়।

তাদের মধ্যে ছেলে রহমত উল্যাকে বাঁচাতে গিয়ে তার মা সুফিয়া বেগমও বিদ্যুতায়িত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভির আহমেদ তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তিরা ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় ভোলা সদর হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যেও অবতারণা হয়।

সেখানে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বরিশালটাইমসকে জানান, পুলিশ নিহত ৪জনের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।”

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন