দৌলতখানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
সংবাদদাতা, দৌলতখান,ভোলা॥ ভোলার দৌলতখানে ১ কেজি গাঁজাসহ টিটু (৩২) নামের এক যুবক আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার স্লুইজগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক টিটু মুন্সিগঞ্জ দুধপট্টি এলাকার মৃত আবদুল গফুরের ছেলে। দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন বলেন, ঢাকা থেকে লঞ্চযোগে এসব গাঁজা দৌলতখানে বিক্রির জন্য নিয়ে আসেন টিটু। এমন সংবাদ পেয়ে স্লুইজগেইট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে ১ কেজি গাঁজাসহ টিটুকে আটক করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামী টিটুকে রবিবার ভোলা কোর্ট-হাজতে সোপর্দ করা হবে।
বরিশালের খবর, ভোলা