ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর ফখরুল আলম টপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে দৌলতখান হাক্কানি মিশন খানকা শরীফে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় ।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বরিশালটাইমসকে জানান, চলতি বছরের ১০ ফেব্রুয়ারী একদল লোক দৌলতখান হাক্কানী মিশন খানকা শরীফে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুই হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার আসামী হিসেবে সাবেক কাউন্সিলর ফখরুল আলম টপিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।”
ভোলা