নিজস্ব প্রতিবেদক, দৌলতখান:: তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধির বিষয়ের ওপর মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন, দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বেগম খালেদা আক্তার ফেন্সী।
এছাড়া আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, বিএনপি থেকে মনোনীত (ধানের শীষের) পৌর মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন কাকনসহ আরও অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। প্রার্থীদের হুঁশিয়ার করে তিনি বলেন, আচরণবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা ও প্রার্থিতা বাতিল করা হবে। কোন ভাবেই আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না। আচরণবিধি লঙ্ঘন হয় এ রকম কোন কাজ করলে, কাউকে কোন ছাড় দেওয়া হবে না।’
বিভাগের খবর, ভোলা