বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে হিজলায় বিশেষ বর্ধিত সভা
হিজলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গল বার বিকাল ৩ টার সময় কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে এ সভা হয়। বিশেষ বর্ধিত সভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
এ সময় উপস্তিত সকল নেতাকর্মীরা উন্মক্ত বক্তব্য প্রদান করে।নেতা কর্মীরা বলেন দীর্ঘদিন আওয়ামীলীগ ক্ষমতায় থাকার পরেও এম পি পংকজ নাথের অনুসারীরা তাদের উপর নানা ভাবে নির্যাতনে শিকারের কথা তুলে ধরেন। তখন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার নেতাকর্মীদের উদেশ্য বলেন আপনারা শুধু একা নির্যাতনের শিকার হননি।আমি নিজেই ভুক্তভোগী,এখন আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ কে নৌকা মার্কা দিয়েছেন।
আমাদের সব কষ্ট ভুলে শেখ হাসিনার ও শাম্মী আপার নৌকা বিজয় করতে হয়। বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ কামাল উদ্দিন খান,হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিলন,আবদুল লতিফ খান,পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,মাষ্টার ইসমাইল হোসেন,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জাকির কাজী,ধুলখোলা ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী,প্রবীন আওয়ামীলীগ নেতা আমির হোসন নান্নু মাষ্টার,উপজেলা সাংগঠনিক সম্পাদক সাজের্ন্ট হাফিজুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদ আলতাফ মাহমুদ দিপু,কৃষকলীগের সাধারন সম্পাাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ টিটু,উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান সরদার,সেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুল ইসলাম রায়হান,ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ তানভীর মীর প্রমূর্খ।