বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১৮ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল প্রথম ম্যাচে হারা বাংলাদেশ পুলিশ। গতকাল শনিবার ৩-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালের আশা জাগিয়ে রাখল বাংলাদেশ পুলিশ।
গতবারের তারুণ্যে উজ্জ্বল আরামবাগ এবার খুব এলেমেলো দল। এদিন এই দলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে পুলিশ। ১০ মিনিটে পুলিশের বাবলুর শট সেভ করেন আরামবাগের গোলরক্ষক রকিবুল ইসলাম শাওন। মিনিট সাতেক বাদে ডান দিক দিয়ে বাবলু আবার হানা দেয় আরামবাগ বক্সে; কিন্তু ওয়ান টু ওয়ানে এবারও দারুণ সেভ করেন আরামবাগ গোলরক্ষক। তবে ৩২ মিনিটে আরামবাগের সব প্রতিরোধ ভেঙে বল জালে পাঠান পুলিশের সিডনি রিভেরা। ৮২ মিনিটে ব্যবধান পুয়ের্তোরিকোর এ ফরোয়ার্ড ব্যবধান দ্বিগুণ করলে পুলিশের জয় নিশ্চিত হয়ে যায় অনেকখানি। তবে ৮৯ মিনিটে আরামবাগের জাকির হোসেন জিকু একটি গোল ফিরিয়ে দিয়ে ব্যবধান কমান। কিন্তু অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ৩-১ গোলে পুলিশের জয় নিশ্চিত করেন স্বাধীন।