৯ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:৫৫ ; রবিবার ; এপ্রিল ২, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

দ্রুত এগিয়ে চলছে স্বপ্নের গোমা সেতুর নির্মাণ কাজ

বরিশালটাইমস, ডেস্ক
৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

দ্রুত এগিয়ে চলছে স্বপ্নের গোমা সেতুর নির্মাণ কাজ

জিয়াউল হক,বাকেরগঞ্জ,বরিশাল।। জেলার বরিশাল (দিনারেরপুল) – লক্ষীপাশা -দুমকী জেলা মহাসড়কে বাকেরগঞ্জ উপজেলার দুধল ও চরাদী ইউনিয়নের গোমা পয়েন্টে রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত হচ্ছে বাকেরগঞ্জের মানুষের স্বপ্নের গোমা সেতু। সেতু ও সড়ক বিভাগের অধীনে ঠিকাধারী প্রতিষ্ঠান এম খান গ্রুপ সেতুর কাজ করছে।

নির্মাণাধীন গোমা সেতুর নির্মান প্রকল্পে ২০১৭ সালে ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা ব্যয়সাপেক্ষে ৩ বছর মেয়াদের প্রকল্পটি অনুমোদিত হয়েছিল। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ভিক্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছিল ২০২০ সালের জুনে।

এ সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ ৪৪ ভাগ সম্পন্ন হলেও তখন উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ। ফলে সেতু নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছিল।পরে আন্তমন্ত্রণালয়ের দফায় দফায় সভা এবং বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতায় সেতুর সংশোধিত প্রকল্প গ্রহণ করে যোগাযোগ মন্ত্রণালয়।

জানা গেছে, প্রথম প্রকল্প অনুযায়ী মাঝবরাবর সেতুর উচ্চতা রাখা হয়েছিল সর্বোচ্চ জোয়ারের সময় ৭ দশমিক ৮৬ মিটার। পিলার স্থাপন সম্পন্নের পর বিআইডব্লিউটিএ আপত্তি তুলে জানায়, এ উচ্চতায় রাঙ্গামাটি নদীতে নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে। নৌযান চলাচল স্বাভাবিক রাখার জন্য উচ্চতার প্রয়োজন কমপক্ষে ১২ দশমিক ২ মিটার।

সওজ থেকে দাবি করা হয়, উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএ’র চূড়ান্ত সম্মতিপত্র নিয়েই প্রকল্পটি অনুমোদিত হয়। এ নিয়ে দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্বের বিষয়টি শেষ পর্যন্ত আন্তমন্ত্রণালয়ের হস্তক্ষেপে নিষ্পত্তি হয়।

সওজ সূত্রে জানা গেছে, সংশোধিত প্রকল্পে সেতুর নকশায় পরিবর্তন আনা হয়েছে। নদীপথ সচল রাখার জন্য বিআইডব্লিউটিএ’র দাবি অনুযায়ী সেতুর মাঝবরাবর সর্বোচ্চ জোয়ারের সময় ১২ দশমিক ৪ মিটার উচ্চতা রেখে নতুন নকশা করা হয়েছে। সংশোধিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৩৪ কোটি ৮২ লাখ ৭৪ হাজার টাকা।

প্রকল্পে বলা হয়েছে, বরিশাল-লক্ষ্মীপাশা-দুমকি জেলা সড়কের ১৪ কিলোমিটারে রাঙ্গামাটি নদীর ওপর ১০ দশমিক ২৫ মিটার প্রশস্ত দুই লেনে সেতু নির্মিত হবে। সেতুর দৈর্ঘ্য হবে ২৮৩ দশমিক ১৮৮ মিটার। সংশোধিত প্রস্তাবে প্রকল্প ব্যয় দেখানো হয়েছে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা

১২ অক্টোবর (মঙ্গলবার) সওজের বরিশালের প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বরিশালটাইমসকে জানান, বিআইডব্লিউটিএর দাবি অনুযায়ী সংশোধিত প্রকল্পে সেতুর মাঝে উচ্চতা রাখা হয়েছে ১২ দশমিক ৪ মিটার।

এ জন্য নদীর মধ্যে দুটি পিলারের উচ্চতা বৃদ্ধি এবং গার্ডার নির্মাণে কংক্রিটের বদলে স্টিলের পাত ব্যবহার করা হবে। সেতুর( ৩,৪) নং পিলারের গার্ডার নির্মাণে কাজের শিঘ্রই দরপত্র আহ্বান করা হবে।ইতিমধ্য সেতুর দুই পাশের সংযোগ সড়কের জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫২ লাখ টাকা। পুরোদমে এগিয়ে চলছে গোমা সেতুর কাজ।

স্থানিয়রা জানান, সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের যাতায়াত, বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটবে। সহজ হবে সড়কে যোগাযোগ। বাসচালক আব্দুল কুদ্দুস ও নাজিম উদ্দিন বলেন, যাত্রীসাধারণ ও চালকদের আর ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না। থাকবে না ফেরিতে ওঠার ঝুঁকিও। সেতুটি হয়ে গেলে সময়মতো গন্তব্যে পৌঁছানো যাবে।

বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, এ সেতু চালু হলে দক্ষিণ জনপদের শুধু সড়ক যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন ঘটবে না, উন্নয়ন হবে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থারও। বাড়বে কর্মসংস্থান। চালু হবে বাস সার্ভিস। দক্ষিণের জনপদ হবে দেশের অন্যতম অর্থনৈতিক জোন।

বাকেরগঞ্জ দুধল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোর্শেদ খান উজ্জল জানান, সেতুটি নির্মান শেষ হলে কয়েকটি উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ জীবনমান উন্নত হবে। বর্তমান ফেরী পারাপাড় চালু আছে। অপেক্ষা শুধু নির্মান কাজ শেষ হবার।

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 

ই বিাের াও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পিরোজপুরের কচা নদীতে নৌ শোভাযাত্রা  উজিরপুরে পুলিশকে কামড়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারি মৃদুলের  বাকেরগঞ্জে সরকারি রাস্তা মেরামত কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম  দেশ উন্নয়নে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’র খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু  বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন: দিশেহারা ১০ হাজার মানুষ  আগৈলঝাড়ায় ১০০০ পরিবারের মাঝে আওয়ামী লীগের ইফতারসামগ্রী বিতরণ  স্বর্ণের দাম ভরিতে লাখ টাকা ছুঁই ছুঁই  বরিশালে ডাকাতি করে ঢাকায় আত্মগোপন: অবশেষে র‌্যাবের হাতে ধরা  গোয়েন্দা পুলিশের ওপর হামলাকারী মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করল র‌্যাব