ধর্মঘটের নাটক সাজিয়ে বরিশালে গণসমাবেশ ঠেকানো যাবে না: আবু নাসের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বিভাগে বিএনপির আগামী ৫ নভেম্বরের গণসমাবেশকে সফল করতে নগরীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমতুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় আবু নাসের মো: রহমতুল্লাহ বলেছেন, বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। তাই বরিশালে ধর্মঘটের নাটক সাজিয়ে বিএনপির ৫ নভেম্বরের গণসমাবেশে জনতার স্রোত থামানো যাবে না।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর লঞ্চঘাট, চরকাউয়া খেয়াঘাট, সিটি মার্কেট, সিভিল সার্জন কার্যালয়-সংলগ্ন এলাকায় গণসমাবেশের লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিশিরাতের অবৈধ ভোটের সরকার জনতার সমাবেশকে ভয় পায়। তাই গণসমাবেশ এলেই ধর্মঘটের নাটক সাজায়। কিন্তু জনগণ সকল বাধা উপেক্ষা করে ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে। এজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় গণসংযোগকালে বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।’
বরিশালের খবর, বিভাগের খবর