বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:০৪ অপরাহ্ণ, ২৪ আগস্ট ২০১৬
নৌ-যান শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনের অচল রয়েছে বরিশাল নৌ-বন্দর। সকাল থেকে অভ্যন্তরীণ রুটের কোনো লঞ্চ ছেড়ে যায়নি। আজ বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিনে নৌ-বন্দরে যাত্রীদের তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি। এ রুটের যাত্রীরা ট্রলার, স্পিডবোটসহ বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। ধর্মঘট থাকলেও ভোর ৪টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে এমভি সুরভী-৭, এমভি টিপু-৭ ও এমভি পারাবত-১২ লঞ্চ বরিশাল নদী বন্দরে এসে পৌঁছেছে।
বরিশাল নৌ-ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সার্বিক দিক বিবেচনা করে নৌ-বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী জানান, নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বানে লাগাতার কর্মবিরতি চলছে।
এ কর্মসূচিতে নৌ-যান শ্রমিকদের বেতন সর্বনিম্ম ১০ হাজার টাকা করা, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনরায় নির্ধারণ, নৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ বেশকিছু দাবি রয়েছে। এদিকে, দ্বিতীয় দিনে মিছিল না করলেও শ্রমিক নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করছেন বলেও জানান তিনি।