৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশের সুযোগ থাকে না

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৯ অপরাহ্ণ, ২০ মে ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘অশিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশ করার সুযোগ থাকে, কিন্তু শিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশের সুযোগ থাকে না। শিক্ষিত সমাজ ধর্মপরায়ণ হয়। তারা ধর্মকে জানবে, বুঝবে, ধর্ম পালন করবে। আর অশিক্ষিত হলে তাদের দিয়ে ধর্মের নামে বিপথগামী করে জঙ্গিবাদ সৃষ্টি করা যায়।’

শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে মেধাবৃত্তি প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

ঝালকাঠি সদর উপজেলার ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।

আমির হোসেন আমু বলেন, ‘যারা শিক্ষিত সমাজ না চেয়ে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, সে সমস্ত লোকেরাই ধর্মের নামে চলমান শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে চায়। সুতরাং এদিকে সবাইকে সাবধানতা অবলম্বন করে তাদের এ ব্যাপার থেকে সম্পৃক্তহীন করতে হবে।’

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন