১ ঘণ্টা আগের আপডেট সকাল ৯:৫০ ; মঙ্গলবার ; অক্টোবর ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

‘ধর্ষক শামীমের কাছে কিভাবে মেয়েকে বিয়ে দিই’

বরিশালটাইমস রিপোর্ট
১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ধর্ষণের শিকার এক বাক্প্রতিবন্ধী কিশোরী ছেলেসন্তানের জন্ম দিয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সে শিশুটির জন্ম দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা-সন্তান দুজনই ভালো আছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, অক্টোবর মাসে মেয়েটির ডাক্তারি পরীক্ষার সময় সে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিল। গত শুক্রবার রাতে প্রসবজনিত ব্যথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়। মা ও ছেলের সব চিকিৎসা ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

মেয়েটির মা-বাবা জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এখন জেলহাজতে আছেন। আসামিপক্ষ মামলা তুলে নিতে তাঁদের নানাভাবে চাপ দিচ্ছে।

অভিযোগে বলা হয়, গত ১ মে থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিজয়নগরের হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে শামীম মিয়া মেয়েটিকে ধর্ষণ করেন। বিষয়টি অঙ্গভঙ্গির মাধ্যমে জানানোর পর মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়। এ ঘটনায় শামীম মিয়া ও নূর আলম নামে আরেকজনকে আসামি করে ২ অক্টোবর বিজয়নগর থানায় মামলা করেন মেয়েটির বাবা। নূর মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণে সহায়তা করেন।

মামলার আগে গ্রামের লোকজন বিষয়টি নিয়ে সালিস বৈঠক করে। সেখানে শামীমকে শনাক্ত করে মেয়েটি। কিন্তু একাধিক বৈঠকেও বিষয়টির সুরাহা হয়নি। শামীমের বাবা বলে আসছেন, তাঁর ছেলে ঘটনায় জড়িত নন। মেয়েটির মা বলেন, ‘আমরা কী করব বুঝতে পারছি না। শামীম তো দোষ করেছে। এখন তার কাছেই বা কিভাবে মেয়েকে বিয়ে দিই। এ ছাড়া শামীমের পরিবার বিষয়টি মানতে পারছে না।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আলমগীর হোসেন জানান, মামলা হওয়ার পরপরই পুলিশ শামীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ১৬৪ ধারার জবানবন্দিতে শামীম অভিযোগ স্বীকার করেছেন। আদালতের নির্দেশনা পেলে ডিএনএ টেস্টের মাধ্যমে শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করা হবে।

হাসপাতালে গিয়ে দেখা যায়, কোলে ফুটফুটে শিশুসন্তানকে নিয়ে মলিন মুখে বসে আছে মেয়েটি। পরিবার জানায়, মেয়েটির বয়স ১৬ বছরের কম।

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  রান্নাঘরে পাওয়া গেল বিশাল অজগর  ইংল্যান্ডের কাছে হেরে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি  বাকেরগঞ্জে ১০ গ্রামের একমাত্র সড়কে খানাখন্দে ভরা, জনভোগান্তি চরমে  দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মৎস্যজীবিরা: এমপি শাওন  ক্ষমতাপ্রেমীদের মসনদ ভেঙে বঙ্গোপসাগরে ফেলা হবে: চরমোনাই পির  মনপুরায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন  বাবুগঞ্জে শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন  পটুয়াখালীতে জেলের জালে সাড়ে ৮ কেজির পাঙাশ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬  শ্বশুরকে ১০ টুকরো করে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন পুত্রবধূ