বরগুনা: বরগুনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্য সহকারী এনামুল কবিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন তাকে বরখাস্ত করেছেন। সদর উপজেলার দুই নম্বর গৌরিচন্না ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর দায়িত্বে ছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরগুনা শহরের সদর রোড টাউন হল রেস্ট হাউসের নিচে ক্লাসিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করেন এনামুল কবির। সম্প্রতি কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়ার কথা বলে এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় দায়ের করা মামলায় (মামলার স্মারক নম্বর সিএস/বর/২০১৬/১৯০৪ (৬)) পুলিশ তাকে গ্রেফতার করেছে। বরগুনা সিভিল সার্জন ডা. মো. রুস্তুম আলী জানান, মামলা হওয়ায় এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা