ঝালকাঠিতে এক শিশু পিতৃপরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।শনিবার ২০ দিনের ওই শিশু, তার মা ও শিশুটির কথিত বাবাকে ঢাকা পাঠানো হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি সদর থানার এসআই এবিএম কামরুজ্জামান জানান, ঢাকার সিআইডি ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য শনিবার সন্ধ্যায় লঞ্চযোগে তাদের নিয়ে ঝালকাঠি থেকে নিয়ে রওনা হয়েছে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে পাশের গাভারামচন্দ্রপুর ইউনিয়নের এক চা-পানের দোকানদার এক বছর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।
এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং ২০ আগে তার একটি সন্তান হয়। কিন্তু ওই ব্যক্তি ওই নারীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন।
এসআই এবিএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত ৪ সেম্পেম্বর ওই নারীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
পরে আদালতের নির্দেশে ওই নারী ও তার শিশুসহ মামলার আসামি পান দোকানিকে ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে বলে জানান এসআই কামরুজ্জামান।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর