৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ধর্ষিতা স্কুলছাত্রীকে ছাত্রলীগ নেতার ধর্ষণচেষ্টা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৪ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০১৬

বানারীপাড়ায় ধর্ষিতা স্কুল ছাত্রীকে আটক করে ফের ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় ছাত্রীর কথিত প্রেমিক ধর্ষককেও আটক করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় বানারীপাড়ার কৃষ্ণপুর এলাকা থেকে সলিয়াবাকপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রুবেল হাওলাদার (২২) ও ঝালকাঠী সদর উপজেলার বীরমহল গ্রামের কথিত প্রেমিক গাছ ব্যবসায়ী মনির হোসেন হাওলাদারকে (২৮) আটক ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর আহসান বলেন, মঙ্গলবার বেলা ২টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিমান্তবর্তী উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুরের আলকাস হাওলাদারের (কানির) বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন মনির হোসেন।

তিনি আরও বলেন, রুবেল হাওলাদার লোকজন নিয়ে তাদেরকে ওই ঘরে আটক করে রাখে এবং সে ওই ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করে। খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, পরে ওই স্কুল ছাত্রী আটক মনিরের বিরুদ্ধে ধর্ষণ ও রুবেলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে।

তিনি জানান, ঘটনাস্থল উজিরপুর উপজেলা এলাকায় হওয়ায় নিয়মানুযায়ী ওই থানায় মামলা দায়ের করা হবে। ভিকটিম ও আটক দু’জনকে রাতেই উজিরপুর থানায় প্রেরণ করা হবে।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন