বার্তা পরিবেশক, অনলাইন::: ভারতের উত্তরপ্রদেশের সরকারি হাসপাতাল। তার পরেও সেখানে হুইল চেয়ার কিংবা স্ট্রেচার পাওয়া যায়নি। বাধ্য হয়ে ধর্ষণের শিকার মেয়েকে পিঠে করে হাসপাতালে বয়ে নিয়ে গেলেন বাবা। সরকারি হাসপাতালের চরম অব্যবস্থাপনার এই ছবি প্রকট হয়েছে যোগি আদিত্যনাথের রাজ্যে।
গত মঙ্গলবার বিকেলে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালের ওই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, মেয়েটিকে হাসপাতালের নবনির্মিত ভবনে নিয়ে যাওয়ার কথা হয়। কিন্তু সেটি নতুন বলে সেখানে এখনো হুইলচেয়ার বা স্ট্রেচারের ব্যবস্থা করা যায়নি বলে দায় সারতে চেয়েছেন কর্মকর্তারা।
১৫ বছর বয়সী কিশোরীকে ১৯ বছরের প্রতিবেশী যুবক ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে পালাতে গিয়ে মেয়েটির পা ভেঙে যায়। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Other