৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল নগরীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৩ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বরিশাল: নগরীর বান্দরোড সেবা ক্লিনিকের সামনে ট্রাকচাপায় লোকমান হোসেন (১৮) নিহত হয়েছেন। লোকমান দপদপিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং সরকারী বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করেছে কোতয়ালী থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, কলেজ ছাত্র লোকমান খুব দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় স্থানীয় সুমন ও রুহুল আমিন তাদের মোটর সাইকেলে করে লোকমানকে বরিশাল কলেজে পৌছে দেয়ার জন্য দপদপিয়া থেকে ওয়ানা হয়।

পথিমধ্যে বেলা ১১টা সেবা ক্লিনিকের সামনে আসলে একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। লোকমান ছিলো সবার পেছনে। দুর্ঘটনায় তিনজনই আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করলে বিকেল সোয়া ৩টার দিকে লোকমান মারা যায়। আহত রুহুল আমিন ও সুমন আশঙ্কামুক্ত।

এ ঘটনায় ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন।

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন