১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নড়াইলের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে মামলা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:২১ অপরাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির মিছিলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নড়াইলের সাবেক পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন ও লোহাগড়া থানার সাবেক ওসি নাসির উদ্দিনসহ ৩৪ জনের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া আমলী আদালতে এ মামলা দাখিল করলে বিচারক তা আমলে নিয়ে হয় পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলাটি করেছেন লোহাগড়া উপজেলা ছাত্রদল নেতা মো. শরিফুল ইসলাম। নড়াইলের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী ও মামলার বাদীপক্ষের আইনজীবী মো. রিয়াজুল ইসলাম খাঁন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আরও কয়েকজন আসামি হলেন, লোহাগড়া থানার সাবেক ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, সাবেক লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, যুবলীগ নেতা শেখ আশরাফ, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান সম্রাট, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুর রহমান আরমান প্রমুখ।

মামলার বিবরণে বাদি দাবি করেছেন, মামলার উল্লেখিত আসামিরা আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মামলা জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করত। চাঁদা না পেয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর রাগ পুষে রাখে।

একপর্যায়ে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর লোহাগড়া আর্মি ক্যাম্পের সামনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আসামির পরিকল্পিতভাবে বোমা, রামদা, কুড়াল, লোহার রডসহ হামলা করে।

এতে বিএনপি নেতাকর্মীদের ২৫ থেকে ৩০ টি মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করে। এসময় কিছু মালামাল লুট করেও নিয়ে যায় এবং চাঁদা না দিলে দেশে থাকতে না দেওয়ার হুমকি দেয় আসামিরা৷

88 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন