১৭ িনিট আগের আপডেট বিকাল ৩:৪০ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

নতুন দল গঠনের ইচ্ছা হিরো আলমের

বরিশালটাইমস, ডেস্ক
১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

নতুন দল গঠনের ইচ্ছা হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোনো রাজনৈতিক দলে যোগদান নয়, ভবিষ্যতে নিজেই নতুন দল গঠনের ইচ্ছার কথা জানিয়েছেন বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে পরাজিত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

এখন যেসব রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে উল্লেখ করে তিনি বলছেন, দল করলে পরিবর্তন আনতে চান। নতুন কিছু দিতে চান। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে জার্মানিভিত্তিক গণমাধ্যম ‘ডয়চে ভেলে’র বাংলা বিভাগের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘রাজনীতির সংস্কৃতি ও হিরো আলম’ এক টকশোতে অংশ নিয়ে নিজের এমন ইচ্ছার কথা জানান আলোচিত-সমালোচিত এই ইউটিউবার। অনুষ্ঠানে আরেকজন আলোচক ছিলেন ব্যারিস্টার নিঝুম মজুমদার।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক খালেদ মুহিউদ্দীন ইউটিউবার হিরো আলমের কাছে তার রাজনৈতিক লক্ষ্য এবং কোনো জোট বা দলে যোগ দেবেন কি না এমন প্রশ্ন করেন।

জবাবে হিরো আলম বলেন, ‘আমি সব সময় জনসেবা পছন্দ করি। সেই উদ্দেশ্য থেকেই রাজনীতি করা। ভোটের আগে বা পরে বড় কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। তবে ছোট ছোট কিছু দল যোগাযোগ করেছিল আমার সঙ্গে। কোনো দলে যোগ দিব কি না, এখন পর্যন্ত ঠিক করিনি।’

নিজের কোনো রাজনৈতিক দল করার ইচ্ছা আছে কি না এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘সবারই স্বপ্ন থাকে দল করার। কিন্তু আমি এখন পর্যন্ত একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আমারও নতুন দল করার ইচ্ছা আছে।’

আমি দল করলে নতুন কিছু নিয়ে আসব। কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, সুষ্ঠুমতো ভোট হবে। যার যাকে ভালো লাগবে, তাকে ভোট দিবেন। সমাজের জন্য কাজ করবেন।’

কেমন রাজনৈতিক দল করতে চান এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘নতুন রাজনৈতিক দল করলে কিছু পরিবর্তন আনব। রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।

সমাজ পাল্টাতে হবে যদি আমরা চাই। দলেরও কিছু পরিবর্তন আনতে হবে। আগের যেসব রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে। যারা চালাচ্ছেন, একই রকমভাবে চালাচ্ছেন।

যিনি ক্ষমতায় আছেন, তার বাবাও আছে, বাবা গেলে ছেলে আছে। তারা কিন্তু দলে আসন ছাড়ছেন না। এতে দলে এবং দেশে কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের পরিবর্তন করতে গেলে নতুনদের পদ ছেড়ে দিতে হবে। পরিবর্তন আনার জন্য নতুনদের সুযোগ দিতে হবে’।

গত ১ ফেব্রুয়ারি বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হন আলোচিত হিরো আলম।

বগুড়া-৪ আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে অল্প ভোটে পরাজিত হন তিনি। অন্য আসনটিতেও হেরে যান আলোচিত এই ইউটিউবার। জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন হিরো আলম।

রাজনীতির খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নলছিটিতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ  লালমোহনে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু  নিষেধাজ্ঞায় কর্মহীন রাঙ্গাবালীর জেলেরা  এবার ছাত্রলীগের সাবেক ২ নেতাকে চাকরি দিলেন পলক  বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী  ২৩৯ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী  অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পদক্ষেপ জানতে চাইলেন জাপানের রাষ্ট্রদূত  বোরহানউদ্দিনে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার  নায়ক ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই  তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু