বরিশাল নগরীর মোফাজ্জল হোসেন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (০১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে ওই স্কুলের ৩৫০ জন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিশু শিক্ষার্থীরা। পাশাপাশি যথা সময়ে বই হাতে তুলে দিতে পেরে শিক্ষকরাও আনন্দিত।
সোমবার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বইগুলো শিশুদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম ডি হাবিবুর রহমান টিপু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো. মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন- ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ফিরোজ খান, আসমা আহম্মেদ, মো. ফরিদ সিকদার, মো. ইয়ার শিকদার ও মো. মিরাজ সিকদার।’
বরিশালের খবর