বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:৩৪ অপরাহ্ণ, ২৭ নভেম্বর ২০১৮
অনেকেই বলেন জয়া আহসানের দ্বিতীয় বাড়ি এখন কলকাতায়। সেখানে তার আলাদা পরিচয়ও গড়ে উঠেছে। এবং সেটা যথেষ্ট সম্মান ও সমীহ করার মতো। টালিগঞ্জের সিনেমায় নায়করাজ রাজ্জাক, ফেরদৌসের পর বর্তমানে একের পর এক চমক দেখিয়ে চলেছেন জয়া আহসান।
কলকাতার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন জয়া। এরমধ্যে ‘বিসর্জন’ ছবিটির সিকুয়্যালও হয়েছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় অপেরা মুভিজ-এর প্রযোজনায় নির্মাণ করেছেন ‘বিসর্জন’-এর সিক্যুয়েল ‘বিজয়া’। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির পোস্টার ও প্রথম লুক।
সম্প্রতি কলকাতায় আইনক্সে এই ‘বিজয়া’ ছবির পোস্টার ও প্রথম লুক প্রকাশ হয়েছে। এখানে উপস্থিত ছিলেন জয়া আহসান, আবির চট্টোপাধ্যায়, পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক সুপর্ণকান্তি করাতি, পরিচালক গৌতম ঘোষ প্রমুখ।
কৌশিক গঙ্গোপাধ্যায় জানা, আগামী জানুয়ারি মাসেই মুক্তি পেতে যাচ্ছে ‘বিজয়া’ ছবিটি।
ভারত বাংলাদেশ এই দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনের গল্প এই ছবির মূল বিষয়। দু’টি আলাদা ধর্মের মানুষের প্রেমের কাহিনি এই ‘বিজয়া’।নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ‘বিজয়া’। বক্স অফিসে কেমন চলে এই সিক্যুয়েল সেটাই এখন দেখার বিষয়।