✪ আরিফ আহমেদ মুন্না ☞ ফারুককে প্রতিদিন বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যেতে হতো। খরচ চালাতে না পেরে অষ্টম শ্রেণীতে পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছিল ১৪ বছরের কিশোর জেলে ফারুকের। তবে এখন ফারুক আবার নিয়মিত স্কুলে যায়। সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা পেয়ে বদলে গেছে ফারুকের জীবন। এখন তার বাবা তাকে নদীতে না পাঠিয়ে স্কুলে পাঠায়।
বাবুগঞ্জে সমাজকর্ম এবং শিশুর সুরক্ষায় সমাজকর্মীর ভূমিকা বিষয়ক আলোচনা সভায় এভাবেই নিজের জীবন বদলের গল্প শুনিয়েছে কেদারপুর গ্রামের দরিদ্র জেলে মান্নান হাওলাদারের ছেলে ফারুক হোসেন। বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় ফারুকসহ কয়েকজন ভাতা সুবিধাভোগী নিজেদের ঘুরে দাঁড়ানোর কাহিনী বর্ণনা করেছেন।
ইউএনও নুসরাত ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, বাবুগঞ্জ থানা ওসি (তদন্ত) অলিউল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা রাসেল সিকদার, ফিল্ড সুপারভাইজার তনিকা সরকার প্রমুখ। সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #
বরিশালের খবর, বিভাগের খবর