নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ ছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জয়পুরহাটের ছোট যমুনা নদীতে কালি পুজার প্রতিমা বিসর্জন করতে গিয়ে পানিতে ডুবে সনজিৎ কুমার বাঁশফোর (১৯) ও তন্ময় কুমার রজক (১৫) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জয়পুরহাট শহরের রেল কলোনীর মৃত বিশ্বনাথ বাঁশফোরের ছেলে সনজিৎ। তিনি উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন, তন্ময় একই এলাকার পরশ রজকের ছেলে। সে কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, আজ দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজের কাছে ছোট যমুনা নদীতে কালি পুজার প্রতিমা বিজর্সন করতে যান সনজিৎ কুমার বাঁশফোর, তন্ময় কুমার রজকসহ বেশ কয়েক জন তরুণ। এ সময় নদীর মাঝখানে প্রবল ঘূর্ণিপাক থাকায় প্রথমে তন্ময় ও পরে সনজিৎ পানিতে তলিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
স্থানীয় দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন বলেন, ‘জয়পুরহাটে বিশেষজ্ঞ কোনো ডুবুরী দল না থাকায় প্রায়ই এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দ্রুত জয়পুরহাটে ডুবুরি দলের একটি ইউনিট চাই।’
এদিকে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, প্রাথমিক ভাবে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পায়নি। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান বলেন, ‘দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তবে এখন রাজশাহী থেকে আসা ডুবুরি দল আবারো সন্ধান চালাবেন।’
দেশের খবর