বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৪২ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দেশের নদীগুলো দখলমুক্ত করতে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় এমন মন্তব্য করেন তিনি।
সংস্থাটির এই শীর্ষ কর্মকর্তা বলেন- ইতিমধ্যে নদী দখলমুক্ত করতে কার্যক্রম শুরু হয়ে গেছে। অবৈধ দখলদার যত শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষা জরুরি। নদীর স্বাভাবিক গতিপথ নিশ্চিত করতে দখলমুক্তকরণ অভিযান দ্রæত গতিতে চালিয়ে যাওয়ার ভাবনা রয়েছে। এর জন্য ব্যয় নির্ধারণ করে তা যথাযথ স্থানে দ্রæত পাঠানোর জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে।
মুজিবুর রহমান হাওলাদার বলেন- যে কোনো মূল্যে অবৈধ দখলদারদের হাত থেকে নদী রক্ষা করা হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি মন্তব্য করেন- নদী রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে।
ওই সভায় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’