বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:১২ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০১৬
সারাদেশে নদী রক্ষায় সীমানা পিলার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করেছেন।
নৌমন্ত্রী বলেন, সারাদেশে নদী রক্ষায় সীমানা পিলার নির্মাণ করা হচ্ছে। নৌবাহিনীর প্রধানকে সমন্বয় করে এ বিষয়ে কার্যক্রম এগিয়ে চলছে।
নদী দখল প্রসঙ্গে তিনি বলেন, নদী দখলের সঙ্গে যত বড় প্রভাবশালী-ই জড়িত থাকুন না কেনো কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির একজন সাবেক এমপি সালাউদ্দিন নদী দখলের সঙ্গে জড়িত ছিলেন- সেটা আমরা উদ্ধার করেছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের মো. মনির হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন-পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খাঁন, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ।