নলছিটিতে আমির হোসেন আমুর বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, ক্ষমতাসীন জোট ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি’র বাবা মো. মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাদ আসর উপজেলা যুবলীগ নেতা সৈয়দ বাবুর আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
এ আয়োজনে উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী নেতা খোন্দকার মুজিবুর রহমান, জলিলুর রহমান আকন্দ, যুবলীগ নেতা মামুন তালুকদার, আবু সাইদ কামাল, লাইজুর রহমান রিয়াজ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রিন্স উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠির খবর, বিভাগের খবর