বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
ঝালকাঠির নলছিটি উপজেলায় চলমান দাখিল পরীক্ষার হল থেকে পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালিয়েছে এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে নিজের উত্তরপত্র নিয়ে পালায় ওই পরীক্ষার্থী।
পরে ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় উত্তরপত্রসহ তাকে আটক করে কেন্দ্রে নিয়ে আসে বলে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম জানান।
সোহাগ হাওলাদার নামের ওই পরীক্ষার্থীকে তিন বছরের জন্য বহিষ্কারে সুপারিশ করে শিক্ষা বোর্ড চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।”
সোহাগ উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার ছাত্র। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার আকাঈদ ও ফিকাহ্ বিষয়ে পরীক্ষা চলছিল বৃহস্পতিবার। কেন্দ্রের ৩ নম্বর কক্ষে সোহাগ হাওলাদার (রোল নং-২১৪৮৩৩) নকল করতে গিয়ে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে।
বহিষ্কার হওয়ার আতঙ্কে পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগে সোহাগ পরীক্ষাকেন্দ্র থেকে খাতা নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বেলা ১টার দিকে খাতাসহ তাকে আটক করে কেন্দ্র নিয়ে আসা হয়।”