ঝালকাঠির নলছিটিতে মু. মনিরুজ্জামান মুনির নামে এক সাংবাদিককে আটক করতে রোববার গভীর রাতে হানা দিয়েছে পুলিশ। ওই সাংবাদিককে বাসায় না পেয়ে পুলিশ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
মু. মনিরুজ্জামান মুনির নলছিটি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ভোরের ডাক ও স্থানীয় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি।
মুনিরের পরিবারের সদস্যরা জানান- রোববার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় নিজ ফেসবুক আইডি থেকে তথ্য ও ছবিসহ একটি পোস্ট দেয় সাংবাদিক মুনির। এ নিয়ে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হলে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফারুক আলম রোববার সকালে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এর প্রেক্ষিতে নলছিটি থানা পুলিশের চার এসআই’র নেতৃত্বে প্রায় ১৫ থেকে ১৬ জনের একটি দল মুনিরকে আটক করতে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নলছিটির বাইপাস সড়কস্থ তার বাসায় অভিযান চালায়।
মুনির সাংবাদিকদের জানান- নলছিটি হাসাপাতালের বিভিন্ন অনিয়ম ও দুনীতি নিয়ে পেসবুকে পোস্ট করায় তাকে হয়রাণি ও ভীতি প্রদর্শণ করতে গভীর রাতে তার বাসায় পুলিশ হানা দিয়েছে। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের গালাগাল করেছে পুলিশের একাধিক সদস্য।’
একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংবাদিক মুনির নলছিটি থানা পুলিশের বিভিন্ন অপকর্ম ও ঘুষ গ্রহণের বিষয় প্রত্রিকায় সংবাদ প্রকাশ করে। ভুক্তভোগীদের অভিযোগ ও প্রকাশিত সংবাদ আমলে নিয়ে পুলিশ হেডকোয়াটার্সের ডি এন্ড পিএস শাখা নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদসহ ওই অভিযুক্ত পুলিশ সদস্য ডেকে পাঠান।
তদন্ত সাপেক্ষে ডি এন্ড পিএস শাখার সুপারিশের প্রেক্ষিতে একাধিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ হেডকোয়াটার্স। এক নিরাপরাধ যুবককে গাঁজা দিয়ে পুলিশের আটক করার ঘটনায় গত ৩১ মার্চ নলছিটি থানা ঘেরাও করে এলাকাবাসী।
এ ঘটনায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে পুলিশ আতংক সৃষ্টি করতে সাংবাদিক মুনিরের বাসায় অভিযান চালায়।
ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. শ্যামল হাওলাদার জানান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফারুক আলম সোমবার সকালে অফিস স্টাফদের সঙ্গে স্থানীয় এক সাংবাদিকের তর্ক-বিতর্কের বিষয়টি জানান।
এ ব্যাপারে তিনি নলছিটি থানায় একটি ডায়েরি করেছেন বলে শুনেছি। তবে মামলার বিষয়টি জানা নেই।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার লিখিত বিষয়টি মামলাযোগ্য হওয়ায় মামলা নিয়েছি।
তিনি আরও বলেন, থানায় মামলা মুনিরের নামে চাঁদাবাজির মামলা দায়েরের প্রেক্ষিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে। সাংবাদিক মনিরের সাথে ব্যক্তিগত কোন বিরোধ নেই বলে উল্লেখ করে ওসি।”
ঝালকাঠির খবর