বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:০৫ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০১৭
ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস লাগিয়ে লিজা আক্তার(১৮) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লিজা আক্তার নলছিটি পৌর এলাকার বৈচুন্ডী গ্রামের মোঃ মিজান নিকারীর মেয়ে। সে উপজেলার নাংগুলী-মালিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় নলছিটি থানায় রোববার একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৫) দায়ের করা হয়েছে।
লিজার স্বজনরা জানান, উপজেলার মালিপুর গ্রামে মামা বাড়িতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে লিজা আত্মহত্যা করে। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা লিজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ফাঁস থেকে নামিয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, লিজা মামা বাড়ি থেকে লেখাপড়া করত। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শনিবার রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে নলছিটি মরদেহ উদ্ধারকারী ও অপমৃত্যৃ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহের ব্যাপারে থানায় অবহিত করলে পুলিশ শনিবার রাত ২টার দিকে হাসপাতাল থেকে লিজার লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।”