নলছিটি উপজেলার পুরাতন কলবাড়ি এলাকা থেকে ২০গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই মাইনুল ইসলাম ও এসআই এস.এম শামীমের নেতৃত্বে একদল পুলিশ কলবাড়ি এলাকার আব্দুর রহমানের পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় ২০গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। নলছিটি থানার এসআই মাইনুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে একটি মামলাদায়ের করেন। নলছিটি থানার মামলা নং-১৭,তারিখ-২০/১২/১৬ইং। রফিকুল ইসলাম কলবাড়ি এলাকার আব্দুল কাদের খানের ছেলে। মামলা দায়েরের পর বুধবার রফিকুলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর