ঝালকাঠির নলছিটি উপজেলায় এসকেন্দার আলী হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে হাতুড়িপেটায় করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় বুধবার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল আদালতে একটি হত্যা মামলা করেছেন নিহতের ছেলে লাল মিয়া হাওলাদার।
নিহত এসকেন্দার আলী হাওলাদার নলছিটি উপজেলার ফয়রা গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট আদালতের বিচারক এইচ এম কবির হোসেন অভিযোগটি তদন্ত করে নলছিটি থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে- নলছিটি উপজেলার ফয়রা গ্রামে বিরোধীয় জমিতে গত ১ সেপ্টেম্বর সকালে বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষ মাহাতাব উদ্দিন ও তার স্বজনরা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে বৃদ্ধ এসকেন্দার আলী হাওলাদারকে।
গুরুতর অবস্থায় তাকে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ নভেম্বর তার মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বরিশালটাইমসকে বলেন, আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
শিরোনামঝালকাঠির খবর