নলছিটিতে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, নলছিটি:: ঝালকাঠির নলছিটিতে তিন হাজার পিস ইয়াবাসহ বায়েজিদ খলিফা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা শহরের গার্লস স্কুল রোড থেকে তাকে আটক করা হয়।
আটক বায়েজিদ খলিফা শহরের সবুজবাগ এলাকার হালিম খলিফার ছেলে। এরআগেও সে মাদকদ্রব্যসহ আটক হয়ে কারভোগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মাইনুদ্দিন মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক বিক্রেতা বায়েজিদ নলছিটির গার্লস স্কুলে রোডে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঝালকাঠির খবর, বিভাগের খবর