৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

নলছিটিতে প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭ অপরাহ্ণ, ১২ জুন ২০১৭

ঝালকাঠি জেলার নলছিটিতে প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার দপদপিয়া গ্রাম থেকে ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন; দপদপিয়া গ্রামের মৃত মোজাম্মেল আলীর ছেলে আশ্রাফ আলী খান (৪৭) এবং একই এলাকার সৌদি প্রবাসী মোকলেছুর রহমান নান্টুর স্ত্রী আনোয়ারা বেগম রুমকি।

পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে চাকুরি দেওয়ার নামে নয় লক্ষ টাকার প্রতারণা অভিযোগে বরিশাল রুপাতলী এলাকার বাসিন্দা মো. শাহআলম বাচ্চু আসামিদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৫ সালের ৮ ডিসেম্বর একটি মামলা (সি.আর ৭১৯/১৫) দায়ের  করেন।

গ্রেফতারকৃত আশ্রাফ আলী খান ও আনোয়ারা বেগম রুমকি এ মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি। ঝালকাঠি ডিবি পুলিশের এস.আই আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের সোমবার কোর্টে প্রেরণ করা হয়েছে।”

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন