বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:৫৭ অপরাহ্ণ, ২৭ জুন ২০১৭
ঝালকাঠির নলছিটি উপজেলায় মহিষ চুরির মামলায় পৌর যুবলীগের আহহ্বায়ক আনোয়ার হোসেন কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) সন্ধ্যায় শহরের মালিপুর এলাকাথেকে উপপরিদর্শক শামীম অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে।
নলছিটি থানা পুলিশ জানায়, সম্প্রতি মালিপুর গ্রামের কৃষক আব্দুল মান্নানের একটি মহিষ রাতের আধারে চুরি হয়। পরে চুরি হওয়া মহিষের জবাই করা মাংশ উদ্ধার হয়। মহিষ চুরির ঘটনায় পূর্বে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি যুবলীগ নেতা আনোয়ার সহ একটি চক্রের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেয়। তাই মহিষ চুরির মামলায় আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, অভিযোগ রয়েছে যুবলীগ নেতা আনোয়ার ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ বহু মামলার আসামী। এরমধ্যে একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। পরে উচ্চ আদালতের জামিনে মুক্ত হয়। আনোয়ার বর্তমানে নলছিটিতে বেপরোয়া হয়ে একের পর এক অপরাধ করে বেরাচ্ছেন।
আরও অভিযোগ রয়েছে এসব অপকর্ম করে পার পেতে যুবলীগের সাইনবোর্ড লাগীয়ে বর্তমানে বেপরোয়া হয়ে উঠে আনোয়ার বাহিনী। এদিকে আনোয়ারের গ্রেপ্তার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে স্বস্তি আসে।”