১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নলছিটিতে লাঠিয়াল বাহিনীর হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ১৩ জানুয়ারি ২০১৭

নলছিটি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ সাইদুর রহমান(৬০) নামে এক অবসরপ্রাপ্ত এক বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার দুপুরে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে নলছিটি থানায় রেখেছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন,সাইদুর রহমানের সাথে একই এলাকার মৃত মোবাশ্বের খলিফার ছেলে আলমগীর খলিফা গংদের সাথে ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে আলমগীর খলিফা লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমিতে মাটি কাটতে যায়। এতে সাইদুর রহমান বাধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে লাঠিয়াল বাহিনী। পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা সাইদুর রহমানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম সুলতান মাহমুদ জানান,মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনে রেখেছে,আগামীকাল ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন