ঝালকাঠির নলছিটিতে শ্বশুরবাড়ি থেকে আবু সাঈদ খান (৩৫) নামে এক দুবাই প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রাম থেকে আবু সাঈদের লাশ উদ্ধার করা হয়।
মৃত সাঈদের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নি রয়েছে বলে সুরতহাল শেষে জানিয়েছে পুলিশ। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা দাবি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে রানাপাশা ইউনিয়নের হদুয়া গ্রামের আবু সাঈদ খানের সঙ্গে পার্শ্ববর্তী মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের সোনিয়া বেগমে বিয়ে হয়। বিয়ের পরপরই আবু সাঈদ কর্মস্থল দুবাই চলে যান। ১৫ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়িতে যান। আজ সকালে আবু সাঈদের স্বজনের কাছে শ্বশুরবাড়ি থেকে ফোনে জানানো হয় তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে সাঈদের লাশ উদ্ধার করে।
নিহত সাঈদের বড় ভাই আবু তালেব খান জানান, তাঁর ভাইকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ জানান, আবু সাঈদের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর