বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:২৪ অপরাহ্ণ, ০৯ এপ্রিল ২০১৭
সাংবাদিক ও মানবাধিকারকর্মী খলিলুর রহমান মৃধাকে মিথ্যা একটি ডাকাতি মামলায় আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নলছিটির সাংবাদিক সমাজ। রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খলিলুর রহমান মৃধা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিকের(সুজন) উপজেলা শাখার সভাপতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার নলছিটি উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান ফারুক্কী, নলছিটি সাংবাদিক সমিতির সভাপতি মুঃ মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, দৈনিক সময়ের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান খান মাইনউদ্দিন, নলছিটি সাংবাদিক ফোরামের সভাপতি প্রভাষক মেজবাহ খান রতন, নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ তালুকদার, মোহনা টিভি’র উপজেলা প্রতিনিধি খালিদ হাসান তালুকদার, সুজনের নলছিটি উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমির হোসেন, সাংবাদিক এইচএম সিজার প্রমুখ।
মানববন্ধনে খলিলের বাবা মোশারেফ মৃধা, স্থানীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা সাংবাদিক খলিলুর রহমান মৃধার নামে মিথ্যা ডাকাতি মামলা ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে খলিলকে নিঃশর্ত মুক্তি না দিলে বিক্ষোভ, কলম বিরতি ও অবস্থান ধর্মঘটহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বক্তারা।
প্রসঙ্গত, নলছিটি থানায় ২০০৭ সালে দায়েরকৃত একটি ডাকাতি মামলায় সাংবাদিক খলিলুর রহমানকে ঝালকাঠির সিআইডি পুলিশ গত ২৮ মার্চ আটক করে। ওই মামলায় খলিল জেলহাজতে রয়েছেন।